কি এমন হল? ভারতের গায়ে হাত তুললেন জন আব্রাহাম
জোরে চর কষালেন জন আব্রাহাম। কিন্তু কেন? কি এমন হল। তাহলে পুরো ঘটনাটি খোলসা করে বলতে হবে। ফোর্স ২ ছবির প্রচারে গিয়েছিলেন এই বলিউড অভিনেতা। প্রচার সেরে বেরোনোর সময় ভক্তদের আবদার মিটিয়ে নিজস্বী তুলছিলেন। এই নিজস্বী তোলার সময়েই ঘটে এক বিপত্তি। হঠাৎ এক ভক্ত জনের হাত টেনে ধরেন এবং নিজস্বী তোলার জন্য হ্যাঁচকা টান মেরে তাকে নিজের দিকে টেনে আনেন। ভক্তের এমন আচরণে বেশ অখুশি হন জন। তাকে সপাটে চর মারেন এবং ধমকও দেন। যদিও জন পরবর্তী কালে এই ঘটনাটি অস্বীকার করেন। তাঁর মুখপাত্র বলেন, জেনে বুঝে জন কোনও দিনও তাঁর ভক্তদের আঘাত করবেন না। তিনি আরও জানিয়েছেন সেই ভক্ত নাকি জনের বাড়ি গিয়েছিলেন এবং এই ঘটনার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।